অনিয়মে ঠাঁসা ঢাকা ডেন্টাল কলেজ

পরীক্ষার জন্য রোগীদের পাঠানো হয় প্রাইভেট ল্যাবে

Other

মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজ সরকারি হাসপাতাল। রোগীর সেবা থেকে শুরু করে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা সব জায়গায়ই অব্যবস্থাপনা-অনিয়ম আর দুর্নীতি।  

শিফট শেষ না হতেই কর্মকর্তা-কর্মচারী ও টেকনিশিয়ানদের চলে যাওয়া এবং রোগীদের পরীক্ষার হন্য প্রাইভেট ল্যাবে পাঠানোসহ নানা অপকর্মের অভিযোগ এ হাসপাতালটির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন হাপতাল পরিচালক।

নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনায় চলছে রাজধানীর মিরপুর ডেন্টাল কলেজ হাসপাতা।  

অভিযোগ রয়েছে, ডেন্টাল হাসপাতালে কিছু চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী প্রাইভেট ডেন্টাল ল্যাব থেকে বিশেষ সুবিধা নেয়ার বিনিময়ে রোগীদের এক্সরে করতে বাইরে পাঠিয়ে দেন।

রও পড়ুন:


জন্মদিনে সৃজিতের কাছে কী চাইলেন মিথিলা?

বায়ু দূষণের তালিকায় বাংলাদেশ প্রথম, ঢাকা তৃতীয়

৪৫ মিনিট পর হাসপাতালে অলৌকিকভাবে বেঁচে উঠলেন নারী!

গাড়ি সাইড দেয়ায় ব্যবসায়ীকে মারধর করলেন এমপি রিমন!


অভিযোগের সত্যতা মেলে সরজমিনে। গেল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এক্সরে বিভাগের সামনে রোগিদের দীর্ঘ অপেক্ষা।

শিফট শেষ না হতে খালি পড়ে আছে এক্সরে টিকিট কাউন্টার। এছাড়া এক্সরে বিভাগে নেই কোন চিকিৎসক - টেকনেশিয়ান।

হাসপাতালে এক্সরের ব্যবস্থা রয়েছে, কিন্তু বিভিন্ন বাহানায় রোগীদের প্রাইভেট ডেন্টাল ল্যাবে পাঠানোর অভিযোগ রয়েছে এ হাসপাতালের বিরুদ্ধে।

স্বাস্থ্য অধিদপ্তরের আইন অমান্য করে ঢাকা ডেন্টাল হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে প্রায় ডজন খানেক ক্লিনিক ও ডেন্টাল ল্যাব। অনিয়মের অভিযোগ স্বীকার করেছেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের পরিচালক।

প্রফেসর ডা. মো. বোরহানউদ্দিন হাওলাদার, পরিচালক ঢাকা ডেন্টাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। তবে রোগী ও স্বজনদের প্রশ্ন, অনিয়মে জড়িতরা কিসের বিনিময়ে পার পেয়ে যাচ্ছেন।

NEWS24.TV / কামরুল