কুষ্টিয়া হাসপাতালের তত্ত্বাবধায়কসহ তিন জনের নামে দুদকের মামলা

কুষ্টিয়া হাসপাতালের তত্ত্বাবধায়কসহ তিন জনের নামে দুদকের মামলা

Other

ক্রয়নীতি লংঘন করে সরকারি টাকা আত্মসাতের দায়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ও ঠিকাদারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক, কুষ্টিয়া।  

আজ দুপুর ২টার দিকে কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি রেকর্ড করা হয়। মামলা নং ১২।

দণ্ডবিধির ৪০৯/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার বাদী দুদকের ঢাকা প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান।  

মামলায় আসামি করা হয়েছে- কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক (অবসরপ্রাপ্ত) ডা. মো. আবু হাসানুজ্জামান, মহাখালীর নিমিউ এন্ড টিসির সাবেক অ্যাসিস্টেন্ট রিপিয়ার কাম ট্রেনিং ইঞ্জিনিয়ার এ এইচ এম আব্দুস কুদ্দুস ও রাজশাহীর মেসার্স প্যারাগন এন্টারপ্রাইজের মালিক মো. জাহেদুল ইসলামকে।

রও পড়ুন:


সেই বাংলা ছবি থেকে সানি লিওনের অংশটি বাদ

অনলাইনে পণ্য ডেলিভারির সময় নির্ধারণ করে দিলো মন্ত্রণালয়

ভ্রুন নষ্ট না করলে তালাক দেয়ার হুমকি স্বামীর

মানবতাবিরোধী মামলার আসামি শহীদুল্লাহ ফকির গ্রেপ্তার


কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকারিয়া বলেন, আসামিরা পরস্পর যোজসাজস ও পরিকল্পনা করে ২০১৮-১৯ অর্থবছরে বাজারদরের চেয়ে অধিক দরে কুষ্টিয়া হাসপাতালের জন্য যন্ত্রপাতি ক্রয় করেন। সে সময় তারা সরকারি ১ কোটি ১০ লাখ টাকা তুলে আত্মসাৎ করেন।

 

জাকারিয়া বলেন, প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় দুদক প্রধান কার্যালয় মামলার অনুমতি দিয়েছে। মামলার পর এখন এর পরিপূর্ণ তদন্ত শুরু হলো। তিনি বলেন, দুদকের এসব মামলা জেলা ও দায়রা জজ আদালাতের অধীনে বিচার কার্য পরিচালনা হয়ে থাকে। এ জন্য ওই আদালতকেও মামলার নথি দেয়া হয়েছে।  

NEWS24.TV / কামরুল