দুবাইয়ে প্রত্যেক দলকেই থাকতে হতে পারে ৬ দিনের কোয়ারিন্টিনে

Other

দুবাইয়ে বিশ্বকাপ মিশন শুরুর আগে প্রত্যেক দলকেই থাকতে হতে পারে ৬ দিনের কোয়ারিন্টিনে। যদিও আইসিসি থেকে এখনো কোন কিছু সুনির্দিষ্ট ভাবে না জানালেও, ২/১ দিনের মধ্যেই পরিষ্কার নির্দেশনা জানা যাবে বলে জানালেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এছাড়াও ওমান গিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দলকে থাকতে হবে এক দিনের কোয়ারিন্টিনে।  

আর কিছুদিন পরই শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপ মিশন।

১৭ অক্টোবর টি-টোয়ন্টির প্রথম মাঠের লড়াই শুরু হলেও কন্ডিশনকে মানিয়ে নিতে প্রায় দুই সপ্তাহ আগেই ওমানের মাটিতে পা রাখবে বাংলাদেশ ক্রিকেট টিম।  

করোনা মহামারির কালে এখন পরিচিত শব্দ কোয়ারেন্টিন। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে বিশ্বকাপের বায়োবাবলে প্রবেশ করতে কত দিনের কোয়ারেন্টিনে থাকতে হতে পারে টাইগারদের। আইসিসি থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কিছু না বলেলেও ৬ দিনের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা থাকতে পারে প্রত্যেক দলের জন্য।

তবে যেসব দল বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজে বায়োবাবলে থাকবে, তারা বায়োবাললের মধ্যে থেকেই দুবাই যেতে পারলে শিথিল হতে পারে কোয়ারেন্টিন বিধিনিষেধ।  

আরও পড়ুন:

অবশেষে ব্রিটেনের লাল তালিকা থেকে বাদ পড়ছে বাংলাদেশ

বেড়াতে গিয়ে অতিরিক্ত মদ পানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু

আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, জানালেন কৃষিমন্ত্রী

ইভ্যালির সঙ্গে আর সম্পর্ক নেই তাহসানের


বিমানে উঠার আগে প্রত্যেক খেলোয়াড়কে করোনা নেগেটিভ সার্টিফিকেটের পাশাপাশি নিশ্চিত করতে হবে ভেকসিনের ফুল ডোজ। ওমানে নেমেই থাকতে হবে এক দিনের কোয়ারিন্টিনে।  

বিশ্বকাপ না খেললেও তামিম যাচ্ছেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল)খেলতে। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, ইপিএলে তামিমের অংশগ্রহণ পুনর্বাসন প্রক্রিয়ারই অংশ।

news24bd.tv/আলী