চলন্ত ট্রেনে ডাকাতি, নিহত ২

চলন্ত ট্রেনে ডাকাতি, নিহত ২

Other

ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের আক্রমনে ট্রেনের দুই যাত্রী নিহত হয়েছে এবং আহত হয়েছে একজন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কমিউটার ট্রানের ছাদে এই ঘটনা ঘটে।  

জামালপুর রেলওয়ে থানার এসআই মো: মিলন মিয়া ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদে ১৫-২০ জন যাত্রী ভ্রমন করছিলেন।

ট্রেনটি ময়মনসিংহের গফরগাঁও স্টেশন ছাড়ার পর ৪/৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমন করে এবং তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।  

এ সময় কয়েকজন যাত্রীর সাথে ডাকাতদের ধস্তাধস্তির হয় এবং ডাকাতদের আক্রমনে তিন যাত্রী আহত হয়ে ট্রেনের ছাদে পড়ে থাকে। পরে ওই ট্রেনের যাত্রীরা পিয়ারপুর স্টেশনে ডাকাতির ঘটনা জানালে জামালপুর রেলওয়ে থানা পুলিশ জামালপুর স্টেশন থেকে আহত ওই তিন যাত্রীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতারে নিয়ে আসে।  

এ সময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে এবং আহত একজনকে হাসপাতালে ভর্তি করে।

নিহতদের মধ্যে নাহিদ নামে একজনের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মিতালী বাজার এলাকায় এবং অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।  

আরও পড়ুন:

অবশেষে ব্রিটেনের লাল তালিকা থেকে বাদ পড়ছে বাংলাদেশ

বেড়াতে গিয়ে অতিরিক্ত মদ পানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু

আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, জানালেন কৃষিমন্ত্রী

ইভ্যালির সঙ্গে আর সম্পর্ক নেই তাহসানের

news24bd.tv/আলী