ধীরে ধীরে কমছে ডেঙ্গুর প্রকোপ

Other

ধীরে ধীরে ডেঙ্গুর প্রকোপ কমছে। গেলো তিনদিনে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ক্রমান্বয়ে কমেছে। এক সপ্তাহ আগের তিনশো ছুঁইছুঁই রোগীর সংখ্যা এখন দুইশো ত্রিশের নিচে।  

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু রোগী কমতে থাকলেও এখন বাড়ছে নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা।

কিটতত্ত্ববিদরা বলছেন, রোগী কমলেও সেপ্টেম্বরের শেষ পযন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকবে কিছুটা।  

চলতি সপ্তাহের শুরুতে তিনশো ছুই ছুই ছিলো সারাদেশে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা। সোমবার ২৭৫জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির হ্ওয়ার তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু মঙ্গল আর বুধবার ক্রমান্বয়ে সেই সংখ্যা কমে দাড়িয়েছে ২২৯ এ।

   

আরও পড়ুন:


ফুটবলে ক্যারিশমা দেখিয়ে অষ্টমবারের মতো গিনেস বুকে বাংলাদেশের ফয়সাল

ইসরায়েলের আয়রন ডোমের জন্য ১০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

সাত ঘণ্টা বৈঠক শেষ যা বললেন মির্জা ফখরুল!


এবছর ডেনভি-থ্রিতে আক্রান্ত হয় মানুষ। রোগীর তালিকায় সবচাইতে বেশি ছিলো শিশু। তবে সময় বাড়ার সাথে সাথে প্রাপ্ত বয়স্কদের হাসপাতালে ভর্তির সংখ্যাটা্ও কম নয়। গায়ে জ্বর অনুভব হ্ওয়ার পরপরই বেশিরভাগ মানুষের শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে।

হলি ফ্যামিলি হাসপাতালের উপ-পরিচালক জানান, শীতের আগমন আর বৃষ্টিপাত কমতে থাকায় গেলো কয়েকদিন ধরে হাসপাতালে ডেঙ্গু শনাক্তের সংখ্যা কমতে শুরু করে। আগে দিনে পনেরোজন ভর্তি হলেও  এখন সংখ্যাটা ৬ কিংবা ৭।

কিটতত্ত্ববিদ কবীরুল বাশার বলেছেন, রোগী কমতে থাকলেও এখনো বিপদমুক্ত হয়নি দেশ। আর বৃষ্টি না হলেও আরো সপ্তাহখানিক থাকবে ডেঙ্গুর প্রাদুর্ভাব।  

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ষোল হাজার পাঁচশ’র মতো। এর মধ্যে সবচাইতে বেশি রোগী মেলে আগষ্ট মাসে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু কমলেও উদ্বেগ বাড়াচ্ছে নিউমোনিয়া।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক