বিশ্বকাপ বাদ দিয়ে নেপাল টি-টোয়েন্টি খেলতে গেলেন তামিম

বিশ্বকাপ বাদ দিয়ে নেপাল টি-টোয়েন্টি খেলতে গেলেন তামিম

অনলাইন ডেস্ক

নেপালের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে দেশ ছেড়েছেন তামিম।  

আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তিনি।

এরআগে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না বলেই জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।  

আরও পড়ুন:


এক বছরের মধ্যে করোনা ভাইরাস মহামারি শেষ হবে: ব্যানসেল

ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

সাত ঘণ্টা বৈঠক শেষ যা বললেন মির্জা ফখরুল!

টাঙ্গাই‌লে বাস- ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২


বাংলাদেশ থেকে নেপালের বিমানপথ যাত্রা ঘণ্টা দেড়েকের।

কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় সরাসরি কাঠমাণ্ডু যেতে পারছেন না তামিম। ফলে কাতার হয়ে নেপালের রাজধানীতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যাবে।

টুর্নামেন্টে তামিমের দল ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স। তামিমের সঙ্গে বিদেশি ক্রিকেটাররা হচ্ছেন শ্রীলঙ্কার অবসর নেয়া দুই ক্রিকেটার উপুল থারাঙ্গা ও ধামিকা প্রাসাদ।

এছাড়াও রয়েছেন শহীদ আফ্রিদি, সিকান্দার রাজা, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ শাহজাদ, চন্দ্রপল হেমরাজ, সিকুগে প্রসন্ন, রহমানউল্লাহ গুরবাজ, রায়ান বার্ল, আসেলা গুনারত্নে, ওশাদা ফার্নান্ডো ও রিচার্ড লেভি।

আগামী ২৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে লিগটি। পরের দিন রোববার প্রথম ম্যাচ খেলতে নামবেন তামিমরা।

NEWS24.TV / কামরুল