রাস্তায় যানজট কম থাকায় শনিবারকে ডাকাতির জন্য বেছে নিতো তারা

Other

ডাকাতির আগেই সম্পত্তি বায়না করে রাখতো। মিশন সম্পূর্ণ হওয়ার পর মালিককে টাকা দিয়ে সম্পত্তি নিজের নামে করে নিতো চক্রটি। আর ডাকাতির জন্য এরা শনিবারকে বেছে নিতো বলে জানায় গোয়েন্দা পুলিশ। এমনই একটি শনিবারে, ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার করা হয় চক্রের তিনজনকে।

 

ছবিতে দেখতে সাধারণ বাইকার মনে হলেও, এরা সবাই পেশাদার ডাকাত চক্রের সদস্য। আর্থিক প্রতিষ্ঠানগুলোর সামনে অবস্থান নিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে পিছু নিত তারা। সুবিধাজনক অবস্থানে আটকে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে টাকা ছিনিয়ে নিতো এ চক্র।

রাজধানীসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়ান্দা পুলিশ।

গোয়েন্দা প্রধান জানান, ছোটখাটো অর্থ নয় ডাকাতি করতো ব্যাংক থেকে তোলা বড় অংকের টাকা।

ডাকাতির আগেই এরা সম্পদ বায়না করতো বলেও জানায় গোয়ান্দা পুলিশের এই কর্মকর্তা। আর এভাবে বিপুল সম্পত্তির মালিক হয়েছে এ চক্রটি।

রাস্তায় জানযট কম থাকায় শনিবার এরা ডাকাতির জন্য বেছে নিতো। সিসিটিভি ক্যামেরা এড়ানো ও লুট করে পালানোর সুবিধার জন্যই এ দিনটিকে বেছে নিত বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

NEWS24.TV / কামরুল