ধর্ষণচেষ্টার শাস্তি হল গ্রামের সব নারীর ৬ মাস কাপড় ধোওয়া

ধর্ষণচেষ্টার শাস্তি হল গ্রামের সব নারীর ৬ মাস কাপড় ধোওয়া

অনলাইন ডেস্ক

ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারতের বিহারের আদালত এক তরুণকে অভিনব শাস্তি দিয়েছেন।  

৬ মাস কোন পারিশ্রমিক ছাড়া ওই গ্রামের দুই হাজার নারীর কাপড় ধুতে হবে তরুণকে। সেই সাথে কাপড় স্ত্রীও করে দিতে হবে। বিহারের মাঝোর গ্রামে এ ঘটনা ঘটেছে।

মামলার সূত্রে জানা যায়, লালন কুমার নামে ২০ বছর বয়সী ওই তরুণ চলতি বছরের এপ্রিল মাসে এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

বিহারের মধুবনী জেলার পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার সিং জানিয়েছেন, 'লালন কুমার জীবিকার জন্য কাপড় পরিষ্কারের কাজ করতেন। এরই জের ধরে তাকে ওই শাস্তি দেওয়া হয়েছে।

এপ্রিল মাসে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। '

আরও পড়ুন:


এক বছরের মধ্যে করোনা ভাইরাস মহামারি শেষ হবে: ব্যানসেল

ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

সাত ঘণ্টা বৈঠক শেষ যা বললেন মির্জা ফখরুল!

টাঙ্গাই‌লে বাস- ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২


ওই গ্রামের প্রধান নাসিমা খাতুন আদালতের আদেশকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, 'ওই রায়ে নারীদের সম্মান ও মর্যাদা সুরক্ষিত হবে। গ্রামের সব নারী আদালতের সিদ্ধান্তে খুশি। গ্রামের এক বিশিষ্ট ব্যক্তি যিনি কুমারকে পর্যবেক্ষণ করবেন বলেও জানিয়েছেন নাসিমা। ' ওই গ্রামের এক নারী বলেন, 'এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এবং একটি ভিন্ন ধরনের শাস্তি যা সমাজে একটি বার্তা পাঠায়। '

২০১২ সালে দিল্লিতে গণধর্ষণের পর ভারতের ধর্ষণ আইনগুলো সংশোধন করা হয়েছিল। কিন্তু ২০২০ সালে ২৮ হাজারেরও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে।

NEWS24.TV / কামরুল