দেশের উন্নয়নের স্বার্থে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে : বদিউল আলম

দেশের উন্নয়নের স্বার্থে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে : বদিউল আলম

অনলাইন ডেস্ক

দেশের উন্নয়নের স্বার্থে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে বলে জানিয়েছেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।   

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

বদিউল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আছেন বলেই দেশে আজ ধারাবাহিক উন্নয়ন হচ্ছে। বিশ্বব্যাংকের মুখে চুনকালি দিয়ে দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবে রূপ দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।

তাই দেশের উন্নয়নের স্বার্থে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।   

প্রধানমন্ত্রীকে আবার রাষ্ট্রক্ষমতায় আনতে হলে সারা দেশের তৃণমূলের যুবলীগকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল, নেতৃত্ব সৃষ্টি ও সুসংগঠিত হতে হবে বলেও জানান তিনি।    

যুবলীগের এই নেতা বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এখন মানবিক যুবলীগ। করোনাকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের তদারকিতে দেশের অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা, চিকিৎসাসেবা, করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে যুবলীগ।

পাশাপাশি বৃক্ষরোপণ, প্রান্তিক কৃষক পরিবারের ধান কাটাসহ নানামুখী সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করছে।   


সিলেটে বাসার ছাদ থেকে আপন দুই বোনের মরদেহ উদ্ধার

ক্ষমতায় থাকছেন ট্রুডো, তবে গঠন করতে হবে সংখ্যালঘু সরকার

মিডিয়া ভুয়া খবর ছড়িয়েছে: বাপ্পী লাহিড়ি


ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে এবং সদস্য মো. কামাল শরীফের সঞ্চালনায় বর্ধিত সভায় আরও বক্তব্য দেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মানিক লাল ঘোষ, সাইদুর রহমান জুয়েল, মো. তানিন তালুকদার প্রমুখ। যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইমরান হোসেন মিয়াসহ জেলা যুবলীগ ও চার উপজেলার নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন।   

news24bd.tv/আলী