অবসরে এড জয়েস

এড জয়েস [ফাইল ছবি]

অবসরে এড জয়েস

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আয়ারল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান এড জয়েস। এর ফলে পাকিস্তানের বিপক্ষে দেশের অভিষেক টেস্টটিই তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে রইলো।

৩৯ বছর বয়সী এই ক্রিকেটার এখন ব্যাটিং কোচ হিসেবে আয়ারল্যান্ড পারফরমেন্স ডেভেলপমেন্ট সিস্টেমে কাজ করবেন।

২০০৬ সালে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল জয়েসের।

তিনি মাত্র ১০ জন ক্রিকেটারের একজন, যারা দুই দেশের হয়ে ওয়ানডে খেলেছেন। দুই দেশের হয়ে কুড়ি ওভারের ফরম্যাটে খেলা প্রথম ক্রিকেটার তিনিই।  
news24bd.tv
ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক আঙিনায় পা রাখলেও ক্যারিয়ারের অধিকাংশ ম্যাচে জন্মভূমি আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন এড জয়েস [ছবি: গেটি ইমেজ]

এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭৮ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। মাঝখানে ইংল্যান্ডের হয়ে ১৭ ওডিআই ও দু’টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন।

একজন ক্রিকেটারের সর্বোচ্চ স্বপ্ন থাকে নিজ দেশের হয়ে টেস্ট খেলা। সেই স্বপ্ন পূরণ হয়েছে জয়েসের। তাই সময় থাকতেই অবসর নিলেন তিনি।  

জয়েস বলেন, ‘আমি ভেতর থেকে অনুভব করছি, আমার আর খেলা চালিয়ে যাওয়া উচিত নয়। এর বদলে নতুন কিছু শুরু করার এটাই শ্রেষ্ঠ সময়। পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচে কিছু অসাধারণ দিন কাটিয়েছি। পেশাদার ক্রিকেটে শেষ ম্যাচ বলার জন্য এটি যথার্থ সময়। ’

সূত্র: আইসিসি, ক্রিকবাজ

অরিন/নিউজ টোয়েন্টিফোর

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর