মাস্ক না পরার প্রবণতা উদ্বেগ বাড়াচ্ছে

Other

করোনায় সংক্রমণ ও মৃতের পরিসংখ্যান নিম্নগামী হওয়ায় স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীনতা বেড়েছে সাধারণ মানুষের মাঝে।

শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দেখা যায় মাস্ক ছাড়া ঘরের বাইরে বেড়িয়েছেন অসংখ্য মানুষ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, মানুষের এমন গা ছাড়া ভাব দ্রুত আনতে পারে করোনার তৃতীয় ঢেউ।

লকডাউনের সময়ে পেরিয়ে দেশের সবকিছুই এখন যেন স্বাভাবিক।

রাজধানীর বিমানবন্দর সড়কের চিত্র। বেশিরভাগ মানুষ ভুলে গেছে করোনার কঠিন দিনগুলোর কথা। এমন উদাসীন চলাচলে সৃষ্টি হচ্ছে নতুন শঙ্কার।

বাস ট্রেন কিংবা বিমানবন্দরের উন্মুক্ত স্থানে দেখা মিলছে অসংখ্য মানুষের।

হাসপাতালে করোনায় মৃত্যুর মিছিল আর অসুস্থদের আকুতি দেখেছেন যারা তাদের চলাচলে এখন বেপরোয়াভাব।

করোনার ভয়াবহতা কিছুটা কমায় ঢাকার বাইরেও ঢিলেঢালাভাবে চলছে সাধারণ মানুষ। রাস্তাঘাটে- বাজারে অসংখ্য মানুষ ঘুরছেন মুখে মাস্ক ছাড়াই।

আরও পড়ুন:


স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে স্ট্যাটাস দিয়ে যুবলীগ নেতার আত্মহত্যা

সংস্কারের অভাবে বেহাল রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট

গাজীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ভেসে আসা তিমির ওজন ৩০ হাজার কেজি, দৈর্ঘ্য ৪০ ফুট


করোনা শনাক্তের হার এখন ৫ শতাংশের নিচে। সাধারণ মানুষ সচেতন না হলে আবারও আসতে পারে করোনার তৃতীয় ঢেউ- আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।

অন্তত ৮০ ভাগ মানুষের টীকার আওতায় না আসা পর্যন্ত বড় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর