শরতকালীন উৎসবে মেতেছে চীন

Other

চীনে শুরু হয়েছে শরতকালীন অনুষ্ঠান। শীতের পূর্বে বিভিন্ন প্রদেশে আয়োজন করা হচ্ছে এই শরতের উৎসব। আর এ উপলক্ষ্যে টেলিভশনে আয়োজন করা হয়েছে বিশেষ গালা অনুষ্ঠান।

শরতকালীন জমকালো উৎসবে মেতে উঠেছে চীন।

টেলিভিশনগুলোতে উৎসব উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। নাচ আর গানের পাশাপাশি উৎসবের জৌলস আরো বাড়িয়ে দিয়েছে আতশবাজির খেলা।

আরও পড়ুন:


স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে স্ট্যাটাস দিয়ে যুবলীগ নেতার আত্মহত্যা

সংস্কারের অভাবে বেহাল রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট

গাজীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ভেসে আসা তিমির ওজন ৩০ হাজার কেজি, দৈর্ঘ্য ৪০ ফুট


চীনা মিডিয়া গ্রুপ সিএমজির আয়োজনে মিড অটাম ফেস্টিভ্যাল গালা অনুষ্ঠান দেখে ভীষণ উচ্ছসিত বিদেশি দর্শকরাও। সেই সঙ্গে প্রবাসী চীনাদের কাছেও এ অনুষ্ঠান দেশের প্রতি টান আরো বাড়িয়ে দিয়েছে।

যেসব চীনারা দেশের বাইরে থাকে, টেলিভিশনের মাধ্যমে তাদের কাছে এই উৎসব উপভোগ করা অত্যন্ত আনন্দের। যা জন্মভূমির জন্য নাড়ির টান মনে করিয়ে দেয়।

চীনের সিচুয়ান প্রদেশের শিচ্যাং স্যাটেলাইট উৎক্ষেপন কেন্দ্রের কাছে, ৩৬০ ডিগ্রী এঙ্গেলে গড়ে তোলা এই স্টেজ পারফর্মেন্স ইতিহাসের সবচেয়ে শো বলে দাবি করেছেন আয়োজনকরা।

তিন পর্বের এই গালা অনুষ্ঠানে চীনা ইতিহাস ও সংস্কৃতির তুলে ধরা হয়। অনলাইনে এরইমধ্যে দেশি-বিদেশি ৯ কোটির বেশি দর্শক এই অনুষ্ঠান উপভোগ করেছেন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর