বাংলাদেশি পারভেজ লড়ছেন দক্ষিণ আফ্রিকার নির্বাচনে

বাংলাদেশি পারভেজ লড়ছেন দক্ষিণ আফ্রিকার নির্বাচনে

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নেলসন ম্যান্ডেলার দল এএনসি থেকে কমিশনার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি নাগরিক পারভেজ আহামদ। দক্ষিণ আফ্রিকায় পারভেজ আহামদ প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে দেশটির স্থানীয় নির্বাচনে কমিশনার পদে লড়বেন।  

১ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় স্হানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নেলসন ম্যান্ডেলার  ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) থেকে পারভেজ আহামদ কমিশনার পদে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন।

 

দেশটির ফ্রি স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইনের মাংগুয়ান মিউনিসিপালিটির ২৬ নম্বর ওয়ার্ড কমিশনার পদে পারভেজ আহামদ এ মনোনয়ন নিশ্চিত করেছেন।


সিলেটে বাসার ছাদ থেকে আপন দুই বোনের মরদেহ উদ্ধার

ক্ষমতায় থাকছেন ট্রুডো, তবে গঠন করতে হবে সংখ্যালঘু সরকার

মিডিয়া ভুয়া খবর ছড়িয়েছে: বাপ্পী লাহিড়ি


১৯৯৮ সালে জীবন-জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমানো পারভেজ আহামদ কাজের পাশাপাশি ২০০৭ সালে নেলসন ম্যান্ডেলার দল এএনসিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেন। এরপর ২০০৯ সালে এএনসির পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করেন। ২০১১ সালে মাংগুয়ান মিউনিসিপালিটির ২১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন পারভেজ আহামদ।

  ২০১২ সালে এএনসির ন্যাশনাল কনফারেন্সের ডেলিগেট এবং ২০১৩ সালে নির্বাচন টাস্ক টিমের সদস্য ছিলেন তিনি।

news24bd.tv/আলী