ঘোষিত সময়েই খুলবে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে: ঢাবি উপাচার্য

ঘোষিত সময়েই খুলবে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে: ঢাবি উপাচার্য

অনলাইন ডেস্ক

ঘোষিত সময় অনুযায়ী বিশ্ববিদ্যালয় খুলবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। স্বাস্থ্যবিধি মেনে চললে শিক্ষা কার্যক্রম যথাযথভাবে চালানো সম্ভব হবে বলেও জানান তিনি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্বাস্থ্যবিধি মানতেই হবে।

 

আরও পড়ুন:


স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে স্ট্যাটাস দিয়ে যুবলীগ নেতার আত্মহত্যা

সংস্কারের অভাবে বেহাল রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট

গাজীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ভেসে আসা তিমির ওজন ৩০ হাজার কেজি, দৈর্ঘ্য ৪০ ফুট


 

অনুষ্ঠানে এসোসিয়শনের সভাপতি একে আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষার জন্য শিক্ষক ও অ্যালামনাইদের যৌথভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর ভিসির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সভায় অন্তত এক ডোজ টিকা নেয়ার শর্তসাপেক্ষে পাঁচ অক্টোবর অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এই দুই বর্ষের শিক্ষার্থীদের জন্য ২৬ সেপ্টেম্বর থেকে লাইব্রেরী ইনস্টিটিউট ও ডিপার্টমেন্টের সেমিনার, লাইব্রেরি ও কেন্দ্রীয় লাইব্রেরি খুলে দেয়ার সিদ্ধান্তও জানানো হয়।

news24bd.tv/আলী