বাংলাদেশের মিডিয়াকর্মীদের প্রতি কবীর সুমনের অনুরোধ (ভিডিও)

বাংলাদেশের মিডিয়াকর্মীদের প্রতি কবীর সুমনের অনুরোধ (ভিডিও)

অনলাইন ডেস্ক

উপমহাদেশের সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি বলা হয় কবীর সুমনকে। তার গানে একের পর এক উঠে এসেছে সমাজের শোষণের কথা, নিপড়ীত মানুষের কষ্ট। ঢাকা ও বাংলাদেশ নিয়ে কলকাতার এই গায়কের গানের সংখ্যা একেবারেই কম নয়। এমনকি তার কথা-সুরে ঢাকাই শিল্পীদের কণ্ঠেও উঠেছে অনেক গান।

এবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিডিয়াকর্মীদের অনুরোধ জানিয়ে একটি পোস্ট ও ভিডিও বার্তা দিয়েছেন কবীর সুমন। সেই বার্তাতে বিশেষ করে বাংলাদেশি মিডিয়াকর্মীদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

কবীর সুমন ফেসবিুকে লিখেছেন, বাঙালি মিডিয়াকর্মীদের প্রতি সনির্বন্ধ অনুরোধ - আমার বাবা মা, আমার গুরুদের দোহাই, বাংলা ভাষা বাংলা গানের দোহাই আমাকে জীবনমুখী গায়ক বলবেন না। বিশেষ করে বাংলাদেশের মিডিয়াকর্মীদের প্রতি এই সনির্বন্ধ অনুরোধ।

তাঁরা প্রায় সব সময় আমার নামের আগে এই কথা প্রয়োগ করে থাকেন।

তিনি আরও লিখেন, মহান শিল্পী শ্রীযুক্ত নচিকেতা চক্রবর্তীর গানের ক্যাসেটে ঐ কথাটি ছিল, থাকত : জীবনমুখী বাংলা গান বা গান। আমার গানের কোনও এলবামে ঐ কথাটি ছিল না। থাকে না। দয়া করে আমার নামের আগে ঐ কথাগুলি লিখবেন না। দয়া করে।

news24bd.tv এসএম