আড়াই বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, অতঃপর...

আড়াই বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, অতঃপর...

অনলাইন ডেস্ক

বিয়ের দাবিতে তিন দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করেন তানিয়া খানম নামে এক তরুণী। ঘটনাটি ঘটে ফরিদপুরের বোয়ালমারীর চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামে। পরে  বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ১ লাখ ২৫ হাজার টাকা দেনমোহরে প্রেমিক মো. হুমায়ুন মোল্লার (২৯) সঙ্গে বিয়ে সম্পন্ন হয় তরুণীর।  

বিয়ের বিষয়টি নিশ্চিত করেন নিকাহ রেজিস্ট্রার কারামত আলী খান।

জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের জবেদ মোল্লার ছেলে মো. হুমায়ুন মোল্লা (২৯) ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। একই কারখানায় কাজ করেন বরিশালের মেয়ে তানিয়া খানমও। সেখান থেকে সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দু'জন গত আড়াই বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে বসবাস করতেন।

একপর্যায়ে কোনো কিছু না বলে প্রেমিক হুমায়ুন পালিয়ে যান। পরে কোনো উপায় না পেয়ে ওই তরুণী ২১ সেপ্টেম্বর হুমায়ুনের বোয়ালমারীর গ্রামের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।  

আরও পড়ুন


যে কারণে ২৫ বছর পর চুল কাটলেন অপরাজিতা!

আমাদের ফোন পেগাসাসের মাধ্যমে ট্যাপ করা হয়েছে

যারা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে

গৃহবন্দী থেকে মুক্তি পেলেন মেং ওয়ানঝু


এ বিষয়ে চতুল ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) অলিয়ার রহমান খান জানান, হুমায়ুন ও তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ের কাজ সম্পন্ন করা হয়েছে।  

news24bd.tv রিমু   

 

 

 

এই রকম আরও টপিক