উপমহাদেশের বিখ্যাত নারীবাদী নেত্রী কমলা ভাসিন মারা গেছেন। আজ শনিবার ভারতীয় সময় পৌনে তিনটার দিকে তিনি মারা যান।
জানা যায়, কমলা ভাসিন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সর্বশেষ গতকাল শুক্রবার পরিস্থিতি খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
প্রসঙ্গত, ভারতের প্রখ্যাত এই নারী অধিকার কর্মী কাজের সুবাদে প্রায় বাংলাদেশে আসতেন। বাংলাদেশে নারী আন্দোলনকে সাম্প্রতিক সময়ে সক্রিয় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আরও পড়ুন
যে কারণে ২৫ বছর পর চুল কাটলেন অপরাজিতা!
মোদি-বাইডেন বৈঠক, তৈরি হলো নতুন সম্পর্ক
যারা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে
গৃহবন্দী থেকে মুক্তি পেলেন মেং ওয়ানঝু
উল্লেখ্য, কিঁউকি ম্যায় লডকি হুঁ, মুঝে পঢ়না হ্যায় কবিতার জন্য তিনি সুপরিচিত। ১৯৯৫ সালে তিনি একটি সম্মেলনে জনপ্রিয় কবিতা আজাদীর (স্বাধীনতা) একটি পরিমার্জিত, নারীবাদী সংস্করণ আবৃত্তি করেন। তিনি ওয়ান বিলিয়ন রাইজিংয়ের দক্ষিণ এশিয়ার সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। এছাড়া, ২০১৬ সালে নারীর প্রতি সহিংসতাকে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ আখ্যা দিয়ে এই অবস্থার পরিবর্তনে ভয়মুক্ত হয়ে নিজেদের বদলে ফেলার আহ্বান জানান উপমহাদেশের প্রখ্যাত এই নেত্রী।
news24bd.tv রিমু