লেকের তলদেশে ২৩ হাজার বছর আগের মানুষের পায়ের ছাপ!

লেকের তলদেশে ২৩ হাজার বছর আগের মানুষের পায়ের ছাপ!

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ২৩ হাজার বছর আগের আদি মানুষের যে পায়ের ছাপ পাওয়া গিয়েছিল সে সম্পর্কে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষকেরা ওই ছাপকে মানুষের উপস্থিতির নিদর্শন বলে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার 'সায়েন্স' জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।

হোয়াইট স্যান্ডস ন্যাশনাল পার্কে একটি শুকনো লেকের তলদেশে ওই পায়ের ছাপ পাওয়া গিয়েছিলো।

২০০৯ সালে এক পার্ক ম্যানেজার প্রথম এই ছাপ দেখতে পান।  

মার্কিন জিওলজিক্যাল সার্ভের বিজ্ঞানীরা সম্প্রতি এই পদচিহ্নের জীবাশ্মের বয়স যাচাই করেন দেখেছেন। তাতে দেখা যায় ২২ হাজার ৮০০ থেকে ২১ হাজার ১৩০ বছর আগেকার এই জীবাশ্ম।

এশিয়াকে আলাস্কার সঙ্গে স্থলভূমির এক বিস্তীর্ণ অংশ যুক্ত করেছিল বলে বেশিরভাগ বিজ্ঞানী বিশ্বাস করেন।

পরে ওই স্থলভূমি সমুদ্রের নিচে হারিয়ে যায়।  

পায়ের ছাপ

পাথরের তৈরি সরঞ্জাম, জীবাশ্মের হাড় এবং জেনেটিক বিশ্লেষণ সহ বিভিন্ন প্রমাণের উপর ভিত্তি করে গবেষকরা জানিয়েছেন, প্রায় ১৩ হাজার থেকে ২৬ হাজার বছর আগে উত্তর আমেরিকায় মানুষের আগমন হয়েছিল। উত্তর আমেরিকায় ঠিক কোন সময়ে মানুষের উপস্থিতি ছিল, তার সঠিক প্রমাণ দেয় এই সর্বশেষ গবেষণা।  

রও পড়ুন:

সব ফোনের একই চার্জার তৈরির প্রস্তাব, অ্যাপলের আপত্তি

প্রেমের স্বীকৃতি না পেয়ে প্রেট্রোল ঢেলে আগুন দিলেন নারী!

শরীর আর আগের মতো ছিলো না, বিচ্ছেদের কারণ জানিয়ে রোশান

নতুন নায়িকা কোলে নিয়ে শাহরুখকে মনে করালেন জায়েদ খান


গবেষকরা বলছেন, 'সাংস্কৃতিক নিদর্শন, উদ্ধার করা হাড় বা অন্যান্য প্রচলিত জীবাশ্মের তুলনায় জীবাশ্ম পদচিহ্নগুলি আরও প্রত্যক্ষভাবে প্রমাণ দেয়। ' 

news24bd.tv/ নকিব