শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ক্রিকেট চর্চা বাড়াতে চান কোচ নাজমুল আবেদিন

শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ক্রিকেট চর্চা বাড়াতে চান কোচ নাজমুল আবেদিন

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে নির্বাচিত হলে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ক্রিকেটের চর্চা বাড়াতে চান কোচ নাজমুল আবেদিন ফাহিম।   ক্রিকেট উন্নয়নে কাজ করতে চান অবকাঠামো, খেলোয়াড় এবং টেকনিক্যাল ডেভেলপমেন্টকে প্রধান্য দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। অন্যদিকে ক্রীড়াঙ্গনের পরিচিত সংগঠক মনজুর কাদের জানিয়ছেন নাজমুল হাসান পাপনের নেতৃত্বে ক্রিকেটকে আরো বেগোবান করতে চান তিনি।
 
বিসিবির নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণের দ্বিতীয় ও শেষ দিনে এখন পর্যন্ত বেশ কয়েকজন তুলেছেন নমিনেশন ফরম।

বিকেএসপির কাউন্সিলর হয়ে ক্যাটাগরি ৩ এ মনোনয়ন তুলেছেন অভিজ্ঞ কোচ নাজমুল আবেদিন ফাহিম। এই ক্যাটাগরিতে তার প্রতিদন্দী হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।


আরও পড়ুন

উপজেলা প্রশ্নে হাইকোর্টের নির্দেশনা ঐতিহাসিক ও যুগান্তকারী রায়: আ স ম রব

ইভ্যালির বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশনের মামলা

অভিজাত এলাকায় প্রবেশ করতে গুনতে হবে ট্যাক্স: মেয়র আতিক

নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছে দুবাই শাসক


তিনি পরিচালক প্রার্থী হয়েছেন সাবেক ক্রিকেটার হিসেবে। এছাড়া সংগঠক এনায়েত হোসেন সিরাজ, গোলাম মুর্তজা পাপ্পা, ফাহিম সিনহাও মনোনয়ন পত্র কিনেছেন।

২৩ টি পরিচালক পদের জন্য হতে যাচ্ছে এই নির্বাচন। আর ২ টি পদে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দেয়া হবে মনোনিত পরিচালক। সবমিলে মোট ২৫ জন পরিচালক নির্ধারণ করবেন সভাপতি। যাদের উপর নির্ভর করবে আগামী ৪ বছরের জন্য বাংলাদেশের ক্রিকেটের ভাগ্য। ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

news24bd.tv/এমি-জান্নাত