ক্রিক বল নাম দিয়ে রাজধানীতে বসেছে সাবেক ক্রিকেটারদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট। একদিনের এই আয়োজনে ৬ দলে ভাগ হয়ে খেলছেন আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, খালে মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, হাসিবুল হোসেন শান্ত, হান্নান সরকারদের মত সাবেক তারকারা।
বেলা ৩ টা থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট অংশ নেয়া দলগুলো হল ক্রিকেটার্স, ন্যাশনাল ওয়ারিয়র্স, র্যাম্বলার্স, ক্যাভালিয়ার্স, এস ও অ্যাসেন্ট। ফুটবলে মেতে ওঠার পাশাপাশি ক্রিকেটাররা অংশ নেন মানবিক কার্যক্রমে।
news24bd.tv/এমি-জান্নাত