উদ্দেশ্য সফল হয়েছে মোহাম্মদ মিঠুনের

উদ্দেশ্য সফল হয়েছে মোহাম্মদ মিঠুনের

অনলাইন ডেস্ক

টানা বাজে খেলার জন্য বাদ পড়েছেন জাতীয় দল থেকে। সুযোগ হয়নি বিশ্বকাপ দলেও। এমনকি হজম করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক রসিকতা। মাঠে পারফর্ম করেই সবকিছুর জবাব দেবেন বলে জানিয়েছিলেন মোহাম্মদ মিঠুন।

চট্টগ্রামে বাংলাদেশ 'এ' দলের হয়ে হাই পারফম্যান্স ইউনিটের বিপক্ষে সেঞ্চুরি করেই সবকিছুর জবাব দিলেন তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি অনুমিতভাবেই ড্র হয়েছে। কিন্তু মিঠুনের জন্য এই ম্যাচ ছিল নিজেকে ফিরে পাওয়ার লড়াই। তিনি তো এখন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও নেই।

২০৪ বলে ৭ চার ও ১ ছক্কায় তিন অংক স্পর্শ করেন মিঠুন। এরই সাথে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ 'এ' দল। মিঠুন অপরাজিত থাকেন ১০১* রানে। ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের জানান, সেঞ্চুরিটা তার মনে কতটা স্বস্তি এনে দিয়েছে।

রও পড়ুন:

বিয়ের আগেই পাত্রের মাকে নিয়ে পালিয়ে গেল পাত্রীর বাবা!

বয়সকে পাত্তা না দিয়ে খেলেই যাবেন রোনালদো!

বিশ্বকাপের আগে কোহলিকে স্বস্তি দিলেন অশ্বিন

ইংরেজি শেখার জন্য বিয়ে করেছিলেন শেবাগ-যুবরাজ-হরভজন!!


মিঠুনের ভাষায়, 'আমাদের এখানে আসার যে উদ্দেশ্য ছিল, ম্যাচ অনুশীলন, এখনও পর্যন্ত আমাদের ম্যাচ অনুশীলন খুবই ভালো হয়েছে। এখানকার সুযোগ-সুবিধা ভালো ছিল। চট্টগ্রামের উইকেট তো সবসময়ই ভালো খাকে। সবকিছু মিলিয়ে, ব্যক্তিগতভাবে আমার জন্য খুব ভালো হয়েছে। আমার জন্য ম্যাচগুলো দরকার ছিল। সবশেষ কিছুদিন খুব একটা ভালো যাচ্ছিল না। এখানে রান করতে পেরেছি। ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমাকে সহায়তা করবে। '

news24bd.tv/ নকিব