সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে বোমা বিস্ফোরণ, নিহত ৮

সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে বোমা বিস্ফোরণ, নিহত ৮

অনলাইন ডেস্ক

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত আট জন নিহত হয়েছেন।

শনিবার দেশটির প্রেসিডেন্টের বাসভবনের কাছে একটি চৌরাস্তায় ঘটনাটি ঘটেছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আল কায়েদার সঙ্গে সম্পর্কিত সোমালি জঙ্গি গোষ্ঠী আল শাবাব হামলার দায় স্বীকার করে জানিয়েছে, প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাওয়া একটি গাড়ি বহরকে লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটিয়েছে তারা।

আরও পড়ুন


ট্রেনে ডাকাতি ও হত্যার ঘটনায় আটক ৫

আবদুল গাফফার চৌধুরী অসুস্থ, হাসপাতালে ভর্তি

কুমিরের পেট থেকে নিখোঁজ ব্যক্তির দেহাবশেষ উদ্ধার!

আজকের রাশিফল, কী আছে ভাগ্যে জেনে নিন


এদিকে, ঘটনাস্থল থেকে রয়টার্সের প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানিয়েছেন, বিস্ফোরণে সাতটি গাড়ি ও তিনটি রিক্সা ধ্বংস হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর নিহত ও আহত কয়েকজনকে তাদের আত্মীয়রা নিয়ে গেছে, তাই হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।   

news24bd.tv রিমু