শীর্ষ নেতাদের কাছে যে প্রতিশ্রুতি চাইলো বিএনপির নির্বাহী কমিটির সদস্যরা

Other

যত বড় নেতাই হোক না কেন-আন্দোলনের মাঠে নিষ্ক্রিয় থাকলে তাদের বহিষ্কার করতে হবে। দলের শীর্ষ নেতাদের কাছে মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি চেয়েছেন নির্বাহী কমিটির সদস্যরা। তারা মনে করেন এই আলোচনার পর আন্দোলনের স্পৃহা বেড়েছে বিএনপিতে।  

দলটির নীতিনির্ধারকরা বলছেন, দলে গণতন্ত্রের ব্যবহারিক চর্চা দৃশ্যমান হলো এই সভা দিয়েই।

তিন দিন করে দুই দফায় মোট ছয় দিনের মতবিনিময় সভায় আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করেছেন বিএনপি নেতারা।  

এই সভার আয়োজন ছিলো ব্যাপক, অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টারা। যোগ দেন সম্পাকদকমন্ডলী, নির্বাহী কমিটির সদস্যরা।

অংশ নেয়া নির্বাহী কমিটির সদস্যরা বলছেন, অতীতে কোন কোন নেতার আন্দোলনে সক্রিয়তা নিয়ে প্রশ্ন ছিল।

এ নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে তাদের।

এ বিষয়কে আমলে নিয়ে আগামীতে যেকোন সংগঠনের কমিটি গঠনে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা হবে বলে এই সভায় ‍সিদ্ধান্ত হয়- জানান স্থায়ী কমিটির এ সদস্য।

অল্প কিছু দিনের মধ্যে সমাজের বিভিন্ন পর্যায়ের পেশাজীবীদের সঙ্গেও এমন মতবিনিময় সভা শুরু হবে বলে জানান নেতারা।

news24bd.tv নাজিম