দুই ডোজ টিকা নিয়েও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার করোনা শনাক্ত

দুই ডোজ টিকা নিয়েও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার করোনা শনাক্ত

Other

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস দুই ডোজ টিকা নিয়েও করোনা শনাক্ত হয়েছেন। আর প্রথম ডোজ নেওয়া থাকলেও করোনা শনাক্ত হয়েছেন তার স্ত্রী শিউলি কনা বিশ্বাস।

বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, করোনার হটস্পর্ট মোংরায় প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের প্রার্দুভাবকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস হাসপাতালটিতে রোগীদের সেবা নিশ্চিতে প্রতিনিয়ত অফিস করার পাশাপাশি রোগীও দেখেছেন। দুই ডোজ টিকা নেওয়া পরও নমুনা পরিক্ষায় ডা. জীবিতেষ বিশ্বাসের (৫২) ও এক ডোজ নেওয়া পরও তার স্ত্রীর শিউলি কনা বিশ্বাসের (৪২) করোনা পজেটিভ আসে।

তারা শনিবার থেকে হাসপাতাল কোয়াটারে কোয়ারেন্টাইনে রয়েছেন।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. জীবিতেষ বিশ্বাস মুঠোফোনে জানান, আমি ও আমার স্ত্রী করোনা আক্রান্ত হয়ে হাসপাতাল কোয়াটারে কোয়ারেন্টাইনে রয়েছি। শিশু সন্তানটি করোনা আক্রান্ত না হরেও তাকে নিয়ে চিন্তায় রয়েছি।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর