ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয় খোলার আগে অবশ্যই পরিষ্কারের পরামর্শ

Other

ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয় খোলার আগে অবশ্যই পরিষ্কার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে আবাসিক হল এবং ক্যাম্পাসের ঝোপ-ঝাড় পরিষ্কার করার আহবান তাদের। তবে শিক্ষক, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকেই সচেতন থাকবার পরামর্শ দেন তারা।  

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন লেবু গেল নয় সেপ্টেম্বর মারা যান।

একই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক সাঈদা নাসরিন বাবলিও ডেঙ্গুজ্বরে মারা যান সাত জুলাই। ২০ আগস্ট ডেঙ্গু কেড়ে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর প্রাণ।  

রও পড়ুন:


কাল লাখ লাখ অ্যান্ড্রয়েড স্মার্টফোন বন্ধ হয়ে যাবে!

বিয়ের আগেই পাত্রের মাকে নিয়ে পালিয়ে গেল পাত্রীর বাবা!

বিশ্বকাপের আগে কোহলিকে স্বস্তি দিলেন অশ্বিন

ইংরেজি শেখার জন্য বিয়ে করেছিলেন শেবাগ-যুবরাজ-হরভজন!!


সরকারি বেসকারি অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক এরইমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর পর খুলতে যাচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো।

বিশ্ববিদ্যালয় খোলার আগে ডেঙ্গুরোধে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ সংশ্লিষ্টদের।

এ বছর ডেন থ্রি ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অধিকাংশ ডেঙ্গু রোগী। ডেঙ্গুর ভয়াবহতাও বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী সারাবিশ্বে প্রতি বছর ১০ কোটি থেকে ৪০ কোটি পর্যন্ত মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। আর মারা যায় সাত লাখের বেশি মানুষ। ২০১৯ সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করে। ২০২০ সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল। এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

NEWS24.TV / কামরুল