ও আমাকে বেঁচে থাকতে দিল না, সুইসাইড নোটে লিখলেন স্কুলছাত্রী

ও আমাকে বেঁচে থাকতে দিল না, সুইসাইড নোটে লিখলেন স্কুলছাত্রী

অনলাইন ডেস্ক

পরিবারের উদ্দেশে চিরকুট লিখে বিষপানে আত্মহত্যা করেছে মীম আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী। তাতে লেখা ছিলো, জহিরুলরে ক্ষমা করিও না। বাবা আমার বেঁচে থাকার অনেক স্বপ্ন ছিল। কিন্তু ও আমাকে বেঁচে থাকতে দিল না।

 

এ ঘটনায় গতকাল শনিবার নিহত মীম আক্তারের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে তেলুয়ারী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে জহিরুল মিয়ার (১৯) নামে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারী গ্রামে এ ঘটনাটি ঘটেছে

নিহত মীম আক্তার ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় আঠারবাড়ী এমসি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

news24bd.tv

থানার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টায় পরিবারের অগোচরে বিষপান করে টয়লেটের পাশে পড়ে ছিল মীম।

পরে মীমের মা নেহেরা আক্তার তাকে দেখতে পেয়ে মীমের বাবা সাইফুল ইসলামকে খবর দিলে তাৎক্ষণিক তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে মারা যায় সে। গত শুক্রবার (২৫ সেপ্টম্বর) মমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তেলুয়ারী গ্রামের নিজ বাড়িতে মীমকে দাফন করা হয়।


আরও পড়ুন

২০ বছর ধরে ৫ জনকে খুন!

করোনায় আক্রান্ত রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী

জিয়ার মরণোক্তর বিচার করা হবে : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান


মীমের বাবা সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, পরিবার ও আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারি, জহিরুল ও অঅমার মেয়ের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের অবনতির কারণে আমার মেয়ে বিষপানে আত্মহত্যা করেছে। যা সে চিরকুটে লিখে গেছে।

এ ঘটনার পর থেকেই অভিযুক্ত জহিরুল মিয়া পলাতক রয়েছে। এ ছাড়া মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া সংবাদমাধ্যমকে জানান, এই অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

news24bd.tv/এমি-জান্নাত