রামেকে আরও চার মৃত্যু

রামেকে আরও চার মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু  হয়েছে। মারা যাওয়াদের মধ্যে দুইজন চাঁপাইনবাবগঞ্জের। আর বাকি দুইজন এবং রাজশাহী ও কুষ্টিয়ার। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের একজন ও কুষ্টিয়ার একজন করোনা পজিটিভ ছিলেন।

অন্য দুইজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী।

চলতি মাসে এ নিয়ে মোট ১৫০ জনের মৃত্যু  হলো। হাসপাতালটিতে এর আগে আগস্টে ৩৬৪ জন, জুলাইয়ে ৫৩১ জন এবং জুনে ৪০৫ জন মারা গেছেন।

আরও পড়ুন:


বিমানবন্দরে শুরু আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম

নির্মাণশৈলী ও রাতে নৈসর্গিক দৃশ্য দেখতে পায়রা সেতুতে পর্যটকদের ভিড়

কাল লাখ লাখ অ্যান্ড্রয়েড স্মার্টফোন বন্ধ হয়ে যাবে!

জাপার ফিরোজ রশীদের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ, হাইকোর্টের আদেশ স্থগিত


তিনি আরও জানান, গেলো ২৪ ঘণ্টয় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। ছাড়পত্র পেয়েছেন ২২ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১১৪ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ২৪০টি।  

news24bd.tv নাজিম