সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শ্রমিক নেতা নিহত

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শ্রমিক নেতা নিহত

অনলাইন ডেস্ক

সিলেটে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল গাফফার নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।

রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেট-তামাবিল সড়কের খড়িকাপুঞ্জী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল গাফফার গোয়াইনঘাট উপজেলার চিকনাগুল ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় মিনিবাস চালক সমিতির চিকনাগুল উপ-কমিটির সভাপতি পদপ্রার্থী ছিলেন।

  

স্থানীয় লোকজন জানান, গোয়াইনঘাট উপজেলার চিকনাগুল থেকে ছেড়ে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা খড়িকাপুঞ্জী এলাকায় পৌঁছালে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। এতে ঘটনাস্থলে মারা যান অটোরিকশা যাত্রী আব্দুল গাফফার। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

 

আরও পড়ুন:


বিমানবন্দরে শুরু আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম

নির্মাণশৈলী ও রাতে নৈসর্গিক দৃশ্য দেখতে পায়রা সেতুতে পর্যটকদের ভিড়

কাল লাখ লাখ অ্যান্ড্রয়েড স্মার্টফোন বন্ধ হয়ে যাবে!

জাপার ফিরোজ রশীদের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ, হাইকোর্টের আদেশ স্থগিত


জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত আব্দুল গফফারের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

news24bd.tv নাজিম