বাহারি রঙের পদ্মের দেখা মিলেছে গোপালগঞ্জের বালাকইড় গ্রামের পদ্মবিলে

অনলাইন ডেস্ক

জন্ম তার বর্ষায়। পূর্ণতা পায় শরতে। তাই তো শরতকালেই মুগ্ধতা ছড়ায় প্রকৃতিপ্রেমীদের মাঝে। বলছি পদ্মফুলের কথা।

বাহারি রঙের পদ্মের সৌন্দর্যের স্বাদ নিতে যেতে পারেন গোপালগঞ্জের বালাকইড় গ্রামের পদ্মবিলে। যেখানে পদ্মের পাঁপড়িতে পাঁপড়িতে ভ্রমরেরা খেলা করে।

সুনিল গঙ্গোপধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’ কবিতার মতো তিন প্রহরের পদ্মবিলে সাপ আর ভ্রমরের খেলা দেখতে এখন আর তেত্রিশ বছর অপেক্ষা করতে হয় না। কেবল  গোপালগঞ্জের সদর উপজেলার বলাকইড় গ্রামে গেলেই দেখা মিলবে শরতের শুভ্রতা ছড়ানো বাহারি রঙের পদ্ম ফুলের।

 

প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এখানে জন্ম নেয় নানা রঙের পদ্ম ফুল। আকাশে শরতের শুভ্রতা, আর তার নিচে অথৈ পানিতে পদ্মফুলের সমারহ। নানা রঙের পদ্ম দেখতে প্রতিদিন এখানে ভিড় করেন প্রকৃতিপ্রেমীরা।

আরও পড়ুন:


বিমানবন্দরে শুরু আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম

নির্মাণশৈলী ও রাতে নৈসর্গিক দৃশ্য দেখতে পায়রা সেতুতে পর্যটকদের ভিড়

কাল লাখ লাখ অ্যান্ড্রয়েড স্মার্টফোন বন্ধ হয়ে যাবে!

জাপার ফিরোজ রশীদের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ, হাইকোর্টের আদেশ স্থগিত


দর্শনার্থীদের নৌকায় করে পদ্মবিল দেখিয়ে বাড়তি উর্পাজন করছে এখানকার বেশকিছু পরিবার। যদিও এখানে যাতায়াতের রাস্তাটি মোটেই ভ্রমণের উপযুক্ত নয়। তাই এর সংস্কারের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা।

পর্যটন বান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বলাকইড় বিল ছাড়াও বনগ্রাম, খেলানা ও কাজুলিয়াসহ বেশ কয়েকটি বিলে দেখা মেলে রং বেরঙের পদ্মের।

news24bd.tv নাজিম