‘মুজিব আমার পিতা’ মুক্তি পাবে পহেলা অক্টোবর

অনলাইন ডেস্ক

দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র মুজিব আমার পিতা মুক্তি পাবে পহেলা অক্টোবর।

এর আগে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হবে প্রিমিয়ার।

দুপুরে, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আরও পড়ুন:


হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশের মেয়েদের বড় জয়

তালেবান ক্ষমতায় আসায় বিএনপি-জামায়াত-হেফাজত উৎফুল্ল: কৃষিমন্ত্রী

সৌদি আরবে বাংলাদেশির মৃত্যু

দুই ডোজ টিকা নিয়েও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার করোনা শনাক্ত


তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই শেখ মুজিব আমার পিতা, অবলম্বনে তৈরি করা হয়েছে পূর্ণদৈর্ঘ্য দ্বিমাত্রিক এই অ্যানিমেশন চলচ্চিত্রটি।

যাতে বঙ্গবন্ধুর শৈশব, কৈশর, যৌবন এবং রাজনৈতিক জীবন খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।  

প্রতিমন্ত্রী বলেন, প্রায় দুই কোটি টাকা ব্যায়ে আইসিটি মন্ত্রণালয়ের অর্থায়নে সোহেল মোহাম্মদ রানার পরিচালনায় এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। আর অর্ধেক টিকিট মূল্যে এই চলচ্চিত্রটি দেখতে পারবেন দর্শক।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর