বগুড়ায় জমে উঠেছে শীতকালীন সবজির বেচা-কেনা

Other

বগুড়াসহ উত্তরের বাতাস এখনো হিম ধরেনি। সন্ধ্যা নামলে কুয়াশাও পড়ে না। শীত আসার দেরি থাকলেও শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা। আগাম জাতের সবজি চাষে মাঠে নেমেছে তারা।

 

এরই মধ্যে বগুড়ার হাট বাজারে জমে উঠেছে শীতকালীন সবজির বেচা-কেনা। ভালো ফলনে আশানরূপ দাম পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে। জেলার চাহিদা মিটিয়ে এখন দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এ অঞ্চলের সবজি।  

বিভিন্ন ধরনের শাকসহ বছর জুড়ে ৪০ প্রকারের সবজি উৎপাদন করে বগুড়ার চাষিরা ।

তবে শীতের সবজি ফলনে এখন মাঠে বেশি সময় দিচ্ছেন এ অঞ্চলের চাষিরা। শীতের মৌসুমে ১২ হাজার ৫৪০ হেক্টর জমিতে এবার সবজি চাষের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৫ হাজার ৫০০ মেট্রিকটন। ভালো দামের আশায় এরই মধ্যে চাষিরা উত্তরের বৃহৎ পাইকারী হাট মহস্থান বাজারে আনতে শুরুও করেছেন।  

আরও পড়ুন:


বিমানবন্দরে শুরু আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম

নির্মাণশৈলী ও রাতে নৈসর্গিক দৃশ্য দেখতে পায়রা সেতুতে পর্যটকদের ভিড়

কাল লাখ লাখ অ্যান্ড্রয়েড স্মার্টফোন বন্ধ হয়ে যাবে!

জাপার ফিরোজ রশীদের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ, হাইকোর্টের আদেশ স্থগিত


অক্টোবর থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত শীতকালীন সবজি হাটে বাজারে পাওয়া যায়। জেলার নদর, শিবগঞ্জ, সারিয়াকান্দির চরাঞ্চল, গাবতলী ও শাজাহানপুর উপজেলায় সবচেয়ে বেশি সবজি চাষ হয়ে থাকে।

বগুড়ায় প্রতি বছর দুই মৌসুমে ১৮ হাজার ১৮৮ হেক্টর জমিতে ৪ লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হয়।

news24bd.tv নাজিম