আয়নায় চেহারা দেখার দোয়া

আয়নায় চেহারা দেখার দোয়া

অনলাইন ডেস্ক

আয়নায় নিজের চেহারা দেখার সময় মহান আল্লাহপাকের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ উত্তম প্রতিদান দানকারী।  

আয়নায় চেহারা দেখার দোয়া তুলে ধরা হলো-

উচ্চারণ : আল্লাহুম্মা আনতা হাসসানতা খালকি ফাহাচ্ছিন খুলুকি।

অর্থ : হে আল্লাহ! আপনি আমার আকৃতি সুন্দর করেছেন, সুতরাং আপনি আমার চরিত্রও সুন্দর করে দিন।

আরও পড়ুন:


বিমানবন্দরে শুরু আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম

নির্মাণশৈলী ও রাতে নৈসর্গিক দৃশ্য দেখতে পায়রা সেতুতে পর্যটকদের ভিড়

কাল লাখ লাখ অ্যান্ড্রয়েড স্মার্টফোন বন্ধ হয়ে যাবে!

জাপার ফিরোজ রশীদের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ, হাইকোর্টের আদেশ স্থগিত


উপকার : আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এই দোয়া পড়তেন। কোনো কোনো মুহাদ্দিস এটিকে আয়না দেখার দোয়া হিসেবে উল্লেখ করলেও বেশির ভাগ মুহাদ্দিসের মতে এটি কোনো সময়ের সঙ্গে সম্পর্কিত নয়। (বুলুগুল মারাম, হাদিস : ১৫৮০)

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক