গল্প নয় সত্যি: মাতৃভক্তি

গল্প নয় সত্যি: মাতৃভক্তি

Other

ওর নাম চেন ঝেনগিং, দক্ষিণ পশ্চিম চিনের বাসিন্দা। ওর দুটো হাত নেই। ওর যখন সাত বছর বয়স তখন বড় ধরনের ইলেকট্রিক শক খেয়ে ওর দু'টো হাতই নষ্ট হয়ে যায়।

চেনের মা ২০১৪ সালের জুলাই থেকে প্যারালাইজড হওয়ার পর থেকে শরীর নাড়াতে পারে না।

এর আগেই দুই হাতহীন চেন আর তার মাকে ছেড়ে তার ভাই-বোনেরা চলে যায়। এর দুই যুগেরও বেশি সময় আগে চেনের বাবাও মারা যান। চেন কিন্তু মায়ের ভালবাসা ছেড়ে কোথাও যায়নি। মা পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পর আর কিছুই করতে পারেন না।
চেন মাকে খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়।  

দু'টো হাত নেই বলে কাজগুলো চেনের কাছে খুবই কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু তাতে কী! কথায় আছে না ইচ্ছা থাকলে উপায় হয়। ভালবাসা থাকলে সব কঠিন কাজকে সহজ করে দেয়।

আরও পড়ুন


সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, দেশে ভারী বৃষ্টির আভাস

অবসান ঘটতে যাচ্ছে আঙ্গেলা ম্যার্কেলের

শিশু সন্তানকে জবাই করে মায়ের আত্মহত্যার চেষ্টা, আটক মা


চেন মাকে খাইয়ে দেওয়ার জন্য ব্যবহার করে দাঁত আর ঠোঁট, গোসল করানোর জন্য ব্যবহার করে পা, খাবার তৈরির জন্য ব্যবহার করে পা। চেনের এই মাতৃভক্তি ২০১৫ সালের মাঝামাঝি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়।  

লেখক : হারুন আল নাসিফ : কবি, ছড়াকার, সাংবাদিক।

(ফেসবুক থেকে নেয়া)

news24bd.tv রিমু

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর