শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্লুটুথ জালিয়াতি, পরীক্ষার্থী ধরা

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্লুটুথ জালিয়াতি, পরীক্ষার্থী ধরা

অনলাইন ডেস্ক

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্লুটুথ জুতা পায়ে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতির চেষ্টা করে ধরা পড়েছেন ভারতের রাজস্থানের এক চাকরি পরীক্ষার্থী। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। স্যান্ডেলের মধ্যে আস্ত একটা ফোন আর ব্লুটুথ ডিভাইস বসানো হয়েছিল।

পরীক্ষার্থীর কানে আরেকটি ডিভাইস ছিল। বাইরে থেকে পরীক্ষার্থীকে ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে সাহায্য করার পরিকল্পনা করা হয়েছিল। প্রথমে এক ব্যক্তিকে এই ঘটনায় গ্রেফতার করা হয়। পরে এর সঙ্গে জড়িত চক্রটিকেও গ্রেফতার করে পুলিশ।

রও পড়ুন:

একাধিক পদে নিয়োগ দেবে বেক্সিমকো

ব্রাজিলিয়ান মডেলকে বিয়ে করতে ৪ কোটি টাকা সাধলেন আরব শেখ!

জার্মানীতে এ্যাঙ্গেলা মার্কেল যুগের অবসান ও কিছু কথা

ইংরেজি শেখার জন্য বিয়ে করেছিলেন শেবাগ-যুবরাজ-হরভজন!!


পরীক্ষা শুরুর আগেই ব্লুটুথ স্যান্ডেল পরা একজনকে ধরা হয়। এরপর পুলিশ প্রত্যেক পরীক্ষার্থীর স্যান্ডেল, জুতা ও মোজা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়। এর সঙ্গে জড়িতদের অন্যদের খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।   

‘ব্লুটুথ স্যান্ডেল’প্রায় আড়াই লাখ টাকায় কিনেছে এই পরীক্ষার্থীরা।

news24bd.tv/ নকিব