জার্মানিতে মেরকেলের দলকে হারিয়ে মধ্য বামপন্থী দলের বিজয়

জার্মানিতে মেরকেলের দলকে হারিয়ে মধ্য বামপন্থী দলের বিজয়

অনলাইন ডেস্ক

জার্মানির জাতীয় নির্বাচনে অ্যাঞ্জেলা মেরকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নকে (সিডিইউ) অল্প ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)। খবর বিবিসির।

নির্বাচনে এসপিডি পেয়েছে ২৫ দশমিক ৭ শতাংশ ভোট। অন্যদিকে ২৪ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছে সিডিইউ ও এর শরীক দল।

 

তৃতীয় অবস্থানে থাকলেও দলগতভাবে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছে গ্রিনস। তারা পেয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ ভোট।  

এছাড়া এফডিপি ১১ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে। এখন সরকার গঠন করতে হলে একটি জোট গঠন করতে হবে।

এসপিডি দলের নেতা ওলাফ শলৎজ অবশ্য এর আগে বলেছেন, সরকার গঠনে তার দল ভোটে স্পষ্ট রায় পেয়েছে।

এক টেলিভিশন সাক্ষাৎকারে ওলাফ শলৎজ বলেন, ভোটাররা একটি ‘বাস্তবধর্মী সরকার’ গঠনে তাকে দায়িত্ব দিয়েছে।  

রও পড়ুন:

একাধিক পদে নিয়োগ দেবে বেক্সিমকো

ব্রাজিলিয়ান মডেলকে বিয়ে করতে ৪ কোটি টাকা সাধলেন আরব শেখ!

জার্মানীতে এ্যাঙ্গেলা মার্কেল যুগের অবসান ও কিছু কথা

ইংরেজি শেখার জন্য বিয়ে করেছিলেন শেবাগ-যুবরাজ-হরভজন!!


অন্যদিকে অ্যাঞ্জেলা মেরকেলের আশীর্বাদপুষ্ট সম্ভাব্য উত্তরসূরি আরমিন লাশেট বলেছেন, সবচেয়ে বেশি ভোট পেলেই জয়ী হওয়া যাবে না। পুরো বিষয়টা এখন ভিন্ন হিসাব।

সব মিলিয়ে এই নির্বাচনের ফল এখন জটিল আকার ধারণ করেছে। তবে এটা পরিষ্কার যে, একটি জোট সরকার গঠন না হওয়া পর্যন্ত কোথাও যাচ্ছেন না বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল।

news24bd.tv/ নকিব