চট্টগ্রামে ড্রাগনফল চাষে বাড়ছে আগ্রহ

Other

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ১০০ হেক্টরেরও বেশি জমিতে এবার ড্রাগনফলের আবাদ হয়েছে। রোগবালাই ও উৎপাদন খরচ কম এবং লাভ বেশি, তাই এফল চাষে বাড়ছে আগ্রহও।  

বাজারেও বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে স্থানীয় বাগানে উৎপাদিত এই ফল। কৃষিবিভাগ বলছে, চট্টগ্রামের মাটি বারি১ ড্রাগনচাষের উপযোগী হওয়ায় উদ্যোক্তাদের সবধরনের সহায়তাও দিচ্ছেন তারা।

 

চট্টগ্রামের ফলবাজারে হরহামেশাই চোখে পড়ছে বিদেশী ফল ড্রাগনের। দামও নাগালের মধ্যে। বড় সাইজ কেজি ৫০০ থেকে  ছয়শ। আর ছোট সাইজ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে।

কৃষিবিভাগ বলছে, গোটা চট্টগ্রামে ১০০ হেক্টরেরও বেশি জমিতে এবার ড্রাগনের আবাদ হয়েছে।

আরও পড়ুন:


প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলার আসামি গ্রেপ্তার

কাল লাখ লাখ অ্যান্ড্রয়েড স্মার্টফোন বন্ধ হয়ে যাবে!

আত্মহত্যা ছাড়া আর কোনো পথ দেখছি না: শাকিল

 

এটি চট্টগ্রামের ফটিকছড়িরর হালদাভ্যালি ড্রাগন বাগান। ২০০৬ সালে এবাগানের মালিক নাদের খান থাইল্যন্ড থেকে ড্রাগনের চারা এনে ১ম চাষ করেন। পরে সেটি সংগ্রহ করে কৃষি গবেষণাকেন্দ্র এবং বারি এক নামে সারা দেশে ছড়িয়ে দেয়। ১৫ একরের এবাগান থেকে এবার ২৫টন ড্রাগন উৎপাদনের প্রত্যাশা উদ্যোক্তার।

কৃষি বিভাগ বলছে চট্টগ্রামের মটি বারি ১ ড্রাগন চাষের উপযোগী হওয়ায় নতুন উদ্যোক্তা তৈরির চেষ্টা করছেন তারা।

বছরের যেকোনো সময় রোপন করা যায় ড্রাগনের চারা। এপ্রিলে ফুল আসে। মে থেকে পরবর্তী ছয়মাস ফল আহরণ করা যায়। বানিজ্যিক উদ্যোগ ছাড়াও আঙ্গিনা এবং ছাদবাগানে চাষ হচ্ছে পুষ্টিগুন সমৃদ্ধ ড্রাগন।

news24bd.tv/কামরুল