ডুয়েল গেজ রেলপথ নির্মাণের ফলে বগুড়া ও সিরাজগঞ্জের দূরত্ব কমবে ১১২ কিলোমিটার। বাঁচবে ৩ ঘণ্টা সময়।
আজ সোমবার দুপুরে রেলভবনের সম্মেলন কক্ষে বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েল গেস রেললাইন নির্মাণ সংক্রান্ত ভারতের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
তিনি বলেন, এসময় এ রেললাইন নির্মাণে ব্যায় হবে প্রায় ৫ হাজার ৬শ কোটি টাকা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কে দোরাইসামি।
আরও পড়ুন:
প্রকাশ হলো এসএসসি ও এইচএসসির পরীক্ষার রুটিন
নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিলেন বাইকার
তিনি বলেন, ভারতের মতো বাংলাদেশের যোগাযোগ ব্যাবস্থা উন্নত করতে হলে রেলপথের বিকল্প নেই। তাই বাংলাদেশের এই প্রয়াসের সাথে ভারতের যুক্ত হতে পারত সৌভাগ্যের বলেই মনে করছেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের জনগণের জন্য এই রেলপথ যেমন সুফল বয়ে আনবে তেমনি অর্থনৈতিকভাবে এর অনেক সুবিধা পাবে বাংলাদেশ।
news24bd.tv তৌহিদ