বরিশালে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে ‘রিভার টক’ অনুষ্ঠিত

বরিশালে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে ‘রিভার টক’ অনুষ্ঠিত

Other

বিশ্ব নদী দিবস উদযান উপলক্ষে বরিশালে ‘কেমন দেখতে চাই কীর্তনখোলা সহ অন্যান্য নদ-নদী ও খালসমূহ’ বিষয়ক ‘রিভার টক’ অনুষ্ঠিত হয়েছে।  

আজ সোমবার সকাল ১১টায় কীর্তনখোলা নদীর তীরে নগরীর ডিসি ঘাট প্লাটফর্মে বরিশাল বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পর্যদের উদ্যোগে এই ‘রিভার টক’ অনুষ্ঠিত হয়।  

আরও পড়ুন:


প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলার আসামি গ্রেপ্তার

কাল লাখ লাখ অ্যান্ড্রয়েড স্মার্টফোন বন্ধ হয়ে যাবে!

আত্মহত্যা ছাড়া আর কোনো পথ দেখছি না: শাকিল


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বরিশাল বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পর্যদের আহবায়ক কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ন পরিচালক মোস্তাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস, সনাক সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, বাপার স্থানীয় সমন্বয়কারী রফিকুল আলম এবং বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পর্যদের স্থানীয় সদস্য সচিব রনজিৎ কুমার দত্ত প্রমুখ।

বক্তারা বলেন, কীর্তনখোলা সহ সকল নদী-খালের তীরভূমিতে সিএস ম্যাপ ধরে অবৈধ দখলকারীদের তালিকা প্রকাশ করে অবিলম্বে তাদের স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। একই সাথে নদী দূষণ বন্ধ এবং নদীর নাব্যতা বাড়ানোর দাবি জানান তারা।

news24bd.tv/কামরুল