ঝিনাইদহে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ

ঝিনাইদহে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ

শেখ রুহুল আমিন • ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে হঠাৎ করেই দেখা দিয়েছে ডায়রিয়া রোগের প্রকোপ। এতে সদর হাসপাতালে বেড়ে গেছে ডায়রিয়া রোগীর সংখ্যা। প্রতিদিন শিশু থেকে শুরু করে সব বয়সের রোগীরা এ রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন।  

চিকিৎসকরা জানান, আবহাওয়ার পরিবর্তন ও রমজানে নিয়ম মেনে খাবার না খাওয়ায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা রেড়েছে।

সরেজমিনে দেখা যায়, বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ৮০ জন রোগী ভর্তি রয়েছেন। গেল ৪ দিন ধরে রোগীর চাপ বাড়তে থাকায় তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নাঈম সিদ্দিকী জানান, বহির্বিভাগ ও জরুরি বিভাগে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। ডায়রিয়া বিভাগে মাত্র ৮টি শয্যা থাকায় বাড়তি রোগীর জরুরী বিভাগের মেঝে কিংবা  বহির্বিভাগের টিকিট কাউন্টারের মেঝেতে।

প্রতিদিন নতুন করে ভর্তি হচ্ছেন অন্তত ৩০ জন রোগী।

news24bd.tv

তিনি আরও জানান, আবহাওয়ার পরিবর্তন ও রমজানে নিয়ম মেনে খাবার না খাওয়ার কারণে ডায়রিয়া রোগে মানুষ আক্রান্ত হচ্ছেন। এ রোগ থেকে দূরে থাকতে পরিমিত পরিমাণ খাবার এবং খোলা বাজারের তৈলাক্ত খাবার না খাওয়ার পরামর্শ দেন ডাক্তার নাঈম সিদ্দিকী।

রুহুল/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর