রাসেলের ইঞ্জুরিতে দলে জায়গা পাবেন সাকিব?

রাসেলের ইঞ্জুরিতে দলে জায়গা পাবেন সাকিব?

অনলাইন ডেস্ক

শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দ্বিতীয় ভাগ। এরই মধ্যে তিনটি ম্যাচ হয়ে গেলেও কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা মেলে নি সাকিবের। তবে এবার দলের দুর্দশায় কপাল খুলতে পারে সাকিবের।

গতকাল রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতের রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতাকে ২ উইকেটে হারিয়েছে চেন্নাই।

ওই ম্যাচেই আরও একটি দুঃসংবাদ পেয়েছে দলটি। হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়েছেন দলটির তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ম্যাচের ১৭তম ওভারে বাউন্ডারি আটকাতে গিয়ে পায়ে চোট পান রাসেল। এর পর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি।
আর এই ইঞ্জুরিতেই পরবর্তী ম্যাচে দলে সুযোগ পেতে পারেন সাকিব।

news24bd.tv

রাসেলের চোট নিয়ে দলটির মেন্টর ডেভিড হাসি বলেন, ‘রাসেলের চোট কতটা গুরুতর, তা এখনই বলা সম্ভব নয়। রাসেল বলছিল— ওর হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে। ব্যথাও অনুভব করছে। রাসেলের জন্য মেডিকেল দলের ব্যবস্থা করা হয়েছে। তারাই ওর পরিচর্যা করবে। আশা করি, ওর চোট সে রকম গুরুতর নয়। আমাদের দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার সে। ’

রও পড়ুন:

একাধিক পদে নিয়োগ দেবে বেক্সিমকো

ব্রাজিলিয়ান মডেলকে বিয়ে করতে ৪ কোটি টাকা সাধলেন আরব শেখ!

জার্মানীতে এ্যাঙ্গেলা মার্কেল যুগের অবসান ও কিছু কথা

ইংরেজি শেখার জন্য বিয়ে করেছিলেন শেবাগ-যুবরাজ-হরভজন!!


রাসেলের ইঞ্জুরিতে চিন্তিত কলকাতা অধিনায়ক এইউন মরগ্যানও। তিনি বলেন, ‘রাসেলের চোট কেমন অবস্থায় আছে, বলা কঠিন। আমরা চাইব, ও যেন দ্রুত সেরে ওঠে মাঠে নামতে পারে। ’ 

news24bd.tv/ নকিব