ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, দুই শিক্ষার্থী 'স্থায়ী' বহিষ্কার

ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, দুই শিক্ষার্থী 'স্থায়ী' বহিষ্কার

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে জালিয়াতি ও অবৈধ পন্থা অবলম্বন করে ভর্তি হওয়ায় দুই শিক্ষার্থীকে 'সাময়িক' থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে সোমবার (২৭ সেপ্টেম্বর) শৃঙ্খলা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

বহিষ্কারকৃত দুই শিক্ষার্থী হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মো. রাকিব হাসান এবং একই বর্ষের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ইশরাক হোসেন রাফি।

 

রও পড়ুন:

একাধিক পদে নিয়োগ দেবে বেক্সিমকো

ব্রাজিলিয়ান মডেলকে বিয়ে করতে ৪ কোটি টাকা সাধলেন আরব শেখ!

জার্মানীতে এ্যাঙ্গেলা মার্কেল যুগের অবসান ও কিছু কথা

অ্যালুমিনিয়ামের ওপর স্বর্ণখচিত বিশ্বের সর্ববৃহৎ কোরআন


এছাড়া সভায় আইন-শৃঙ্খলা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ছাত্র মো. আকতারুল করিম রুবেলকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

news24bd.tv/ নকিব