‘বাংলাদেশ মানবিক অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রোল মডেল’

জাতিসংঘের কর্মশালায় বক্তব্য রাখছেন ড. আতিউর রহমান [ছবি: এনআরবি নিউজ]

জাতিসংঘে ড. আতিউর

‘বাংলাদেশ মানবিক অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রোল মডেল’

জাতিসংঘে ড. আতিউর
এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

বাংলাদেশ ইতোমধ্যেই মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আতিউর রহমান।  

গতকাল (২৪ মে) নিউইয়র্কে জাতিসংঘের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিসে (এইচডিআরও) ‘মানবিক উন্নয়নের জন্য আর্থিক অন্তর্ভূক্তি’ শীর্ষক কর্মশালায় তিনি এ অভিমত পোষণ করেন।  

ড. আতিউর আরও বলেন, ‘এই সাফল্যের পেছনে রয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের দূরদর্শী আর্থিক অন্তর্ভূক্তির কৌশল। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন সরকারের যথার্থ ভূমিকার কারণে।

‘বাংলাদেশের এসব অর্জন থেকে শিক্ষা নিয়ে এবং অনুকরণের মাধ্যমে সারা বিশ্ব সুফল পেতে পারে’ যোগ করেন সাবেক গভর্নর।

কর্মশালায় সভাপতিত্ব করেন এইচডিআরও এর পরিচালক ড. সেলিম জাহান। এইচডিআরও এর কর্মকর্তারা ছাড়াও জাতিসংঘের বিভিন্ন বিভাগ যেমন- ইউএনডিইএসএ, ইউনডিপি ব্যুরো ফর পলিসি প্রোগ্রাম এন্ড সাপোর্ট (বিপিপিএস), ইউএনডিপি ব্যুরো ফল ল্যাটিন আমেরিকান এন্ড দি ক্যারিবিয়ান (আরবিএলএসি), এবং ইউএনডিপি ক্রাইসিস প্রিভেনশন ব্যুরোর প্রতিনিধিরা এতে অংশ নেন।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর