রামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া চারজনেরই করোনা উপসর্গ ছিলো।

আজ সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি বলেন, মারা যাওয়া ৪ জনের মধ্যে ১ জন রাজশাহী ও ৩ জন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

আরও পড়ুন:


ছেলের জন্মদিনে শাকিব খানের আবেগঘন স্ট্যাটাস

দেশের ইতিহাসে সবচেয়ে দুঃসময় যাচ্ছে: ফখরুল

অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধের নির্দেশ

জার্মানিতে মেরকেলের দলকে হারিয়ে মধ্য বামপন্থী দলের বিজয়


তিনি আরও বলেন, গেলো ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ২ জনের শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২২৯টি নমুনা পরীক্ষা করে ৮ জনকে শনাক্ত করা হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২ দশমিক ৩৩ শতাংশ ও নাটোরে ৭ দশমিক ৫৫ শতাংশ।

news24bd.tv নাজিম