প্রতিমা তৈরিতে ব্যস্ত সাতক্ষীরার প্রতিমা শিল্পীরা

Other

দুর্গাপূজা ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার প্রতিমা শিল্পিরা। জেলায় এবার ৫৮৩ মন্ডপে পূজার প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। উৎসবকে নির্বিঘ্ন করতে পুশিল প্রশাসনও নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।


আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে যেসব মোবাইলে

সতর্ক না হলে আইনি পদক্ষেপ নেব: শাবনূর

যেসব নির্দেশনা মানতে হবে এইচএসসি পরীক্ষার্থীদের


বাতাসের দোলায় শরতের কাশফুল জানান দিচ্ছে, দরজায় কড়া নাড়ছে শারদীয় উৎসব। ঢাকে কাঠি পড়েছে দুর্গা পূজার।
প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার প্রতিমা শিল্পীরা। রাতদিন পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গাকে।

করোনা পরিস্থিতিতে যেন স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয় সে বিষয়েও প্রস্তুতি নিয়েছে পূজা উদযাপন কমিটি।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে আগমন মর্ত্যলোকে। আগামী ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব।
পূজা নির্বিঘ্নে শেষ করতে র‌্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে মাঠে থাকছে আইনশৃংখলা বাহিনী।

news24bd.tv/এমি-জান্নাত