বাউশ মাছের আঘাতে জেলের মৃত্যু

বাউশ মাছের আঘাতে জেলের মৃত্যু

অনলাইন ডেস্ক

নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান আব্দুল হক (৫০) নামে এ মৎস্যজীবী। এ সময় তার জালে বড় ধরনের একটি বাউশ মাছ ধরা পড়ে। নদীর পাড়ে তুলতে তিনি মাছটি ধরার চেষ্টা করেন। এসময় মাছটি আব্দুল হকের বুকে আঘাত করে।

এর কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন আব্দুল হক।

সোমবার সিলেটের গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুল হক (৫০) নামে এ মৎস্যজীবীর মর্মান্তিক মৃত্যু হয়।

নিহতের বাড়ি বুধবারীবাজারের কালিজুরি ছত্রিশ গ্রামে। তিনি ওই এলাকার নূর উদ্দিনের পুত্র।

এদিকে মৃত্যুর খবর এলাকায় মাইকে প্রচার হলে সর্বত্রই নেমে আসে শোকের ছায়া।

আরও পড়ুন:

অবশেষে ব্রিটেনের লাল তালিকা থেকে বাদ পড়ছে বাংলাদেশ

বেড়াতে গিয়ে অতিরিক্ত মদ পানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু

আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, জানালেন কৃষিমন্ত্রী

ইভ্যালির সঙ্গে আর সম্পর্ক নেই তাহসানের


স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাব উদ্দিন কামাল গণমাধ্যমকে বলেন, সোমবার সকালে আব্দুল হক মাছ ধরতে কুশিয়ারা নদীতে জাল নিয়ে যায়। এ সময় একটি বড় বাউশ মাছ তার বুকে আঘাত করলে তিনি মারা যান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 news24bd.tv/আলী