দেশে করোনায় শনাক্ত ছাড়ালো ১৫ লাখ ৫২ হাজার

দেশে করোনায় শনাক্ত ছাড়ালো ১৫ লাখ ৫২ হাজার

অনলাইন ডেস্ক

গেলো ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৭৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ২১২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন।

এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৪৩৯ জনের মৃত্যু হয়েছে।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৭ হাজার ৭৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ।

গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ২১ জন মারা গিয়েছিল এবং শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪১ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও ১২ জন নারী।

একই সময়ে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট ও খুলনা বিভাগে ৩ জন করে এবং রংপুর বিভাগে ২ জন মারা গেছেন।

আরও পড়ুন:


ছেলের জন্মদিনে শাকিব খানের আবেগঘন স্ট্যাটাস

দেশের ইতিহাসে সবচেয়ে দুঃসময় যাচ্ছে: ফখরুল

অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধের নির্দেশ

জার্মানিতে মেরকেলের দলকে হারিয়ে মধ্য বামপন্থী দলের বিজয়


২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১ হাজার ২০২ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৯ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

news24bd.tv নাজিম