কুষ্টিয়ায় গর্ত নিয়ে উত্তেজনা

কুষ্টিয়ায় গর্ত নিয়ে উত্তেজনা

Other

কুষ্টিয়ার কুমারখালীতে ধানক্ষেতের পাশের একটি গর্ত নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। গর্তে রাসায়নিক জাতীয় পদার্থ থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে। শেষমেষ পুলিশ গিয়ে গর্তটি বন্ধ করে দিয়েছে।

সোমবার সকালে সদকী ইউনিয়নের বানিয়াকান্দি গ্রামে ধানক্ষেতের পাশে গর্ত দেখে জমির মালিক ও এলাকাবাসীর মধ্যে

আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

জমির মালিক লোকমান হোসেন শেখ জানান, জমিতে ৩ ফুট গভীর গর্ত দেখতে পান। গর্তের পাশে বাঁশ, মোটা রশি, বস্তা ও পুরাতন ইট পড়ে ছিল। কুমারখালী থানা পুলিশ গর্তে থাকা রাসায়নিক জাতীয় পদার্থের নমুনা সংগ্রহ করেছে।

এরপর গর্তটি বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন: 


বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণে সময় বাঁচবে ৩ ঘণ্টা

দেশের ইতিহাসে সবচেয়ে দুঃসময় যাচ্ছে: ফখরুল

প্রকাশ হলো এসএসসি ও এইচএসসির পরীক্ষার রুটিন

নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিলেন বাইকার


কুমারখালী থানার ওসি (তদন্ত) রাকিব হাসান জানান, কারা কী উদ্দেশ্যে এ গর্ত করে তা নিশ্চিত হওয়া যায়নি। রহস্য
উদঘাটনে তদন্ত শুরু করেছে তারা।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর