ভুয়া চিকিৎসকের এক মাসের কারাদণ্ড

ভুয়া চিকিৎসকের এক মাসের কারাদণ্ড

Other

খুলনার ডুমুরিয়ায় র‌্যাবের অ‌ভিযা‌নে তন্ময় অ‌ধিকারী (২৭ ) না‌মে এক ভুয়া চি‌কিৎসক‌কে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দুপুরে খুলনার ডুমু‌রিয়া বাজা‌রে অ‌ভিযান প‌রিচা‌লিত হয়।

ডুমু‌রিয়া উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিসার মো. আব্দুল ওয়াদুদ মে‌ডি‌কেল এন্ড ডেন্টাল কাউ‌ন্সিল অ্যাক্ট ২০১০ এর ২৯ (১১) ধারায় এ দণ্ডাদেশ দেন।

আরও পড়ুন: 


বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণে সময় বাঁচবে ৩ ঘণ্টা

দেশের ইতিহাসে সবচেয়ে দুঃসময় যাচ্ছে: ফখরুল

প্রকাশ হলো এসএসসি ও এইচএসসির পরীক্ষার রুটিন

নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিলেন বাইকার


ভুয়া চি‌কিৎসক তন্ময়কে কারাগা‌রে পাঠানো হ‌য়ে‌ছে। ওই ভুয়া চি‌কিৎসক‌ গত বছর প্রেসক্রিপশনে শিশু ও ম‌হিলা বি‌শেষজ্ঞ লেখায় তাকে ১৫ দি‌নের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে চেম্বার বন্ধ ক‌রে দেওয়া হয়। প‌রে তন্ময় আবারও ডুমু‌রিয়া বাজা‌রের ম‌নোয়ারা সুপার মার্কেটে চেম্বার খু‌লে রোগী দেখা শুরু ক‌রে। ক‌য়েক মাস আ‌গেও উপজেলা প্রশাসন থেকে তাকে রোগী না দেখ‌তে সতর্ক করা হয়।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর