স্মার্টফোনে আগুন লাগে যেসব কারণে

স্মার্টফোনে আগুন লাগে যেসব কারণে

অনলাইন ডেস্ক

সম্প্রতি প্রায়ই স্মার্টফোনে আগুন লাগার ঘটনা ঘটছে। তবে কী কারণে এইআগুন লাগার ঘটনা ঘটছে তা অনেকের কাছেই অজানা। চলুন জেনে নেই কী কারণে স্মার্টফোনে আগুন লাগার ঘটনা ঘটে।

থার্ড পার্টি ব্যাটারি ব্যবহার

স্মার্টফোনে আগুন লাগার অন্যতম কারণ হলো থার্ড পার্টি ব্যাটারির ব্যবহার।

এজন্য ফোনের আসল ব্যাটারি ছাড়া অন্য ব্যাটারি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

গাড়ির চার্জ অ্যাডাপ্টরের ব্যবহার

গাড়িতে থাকা চার্জ অ্যাডাপ্টরে না দিয়ে পাওয়ার ব্যাঙ্ক থেকে স্মার্টফোনে চার্জ দিন। কারণ গাড়িতে থাকা বেশিরভাগ চার্জ অ্যাডাপ্টরই হয় থার্ড পার্টির। তাই সেগুলো ব্যবহার না করাই ভালো।

অতিরিক্ত চার্জ

মোবাইল কখনও অতিরিক্ত সময় ধরে চার্জে রাখবেন না। সারারাত চার্জ দিয়ে একশো পারসেন্ট করার দরকার নেই। নব্বই পারসেন্টের পরে চার্জ খুলে দিলে ডিভাইস ভালো থাকার সম্ভাবনা বেড়ে যায়।


আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে যেসব মোবাইলে

সতর্ক না হলে আইনি পদক্ষেপ নেব: শাবনূর

যেসব নির্দেশনা মানতে হবে এইচএসসি পরীক্ষার্থীদের


ত্রুটিপূর্ণ মোবাইল ব্যবহার

সবসময়েই ডিভাইস পড়ে গিয়ে ক্র্যাক হলে সঙ্গে সঙ্গেই ব্যবহার করা যাবে না। প্রথমে সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন। কেননা, ডিসপ্লে বা বডিতে পানি ঢুকে গেলে ব্যাটারি দ্রুত খারাপ হয়ে যাবে। এই ধরনের ফোন ব্যবহারে সমস্যা দেখা দিতে পারে।

ডুপ্লিকেট চার্জার ব্যবহার

স্মার্টফোনে ডুপ্লিকেট চার্জার ব্যবহারের থেকে বিরত থাকতে হবে। এতে ব্যাটারির ক্ষতি হয়ে ফোনে আগুন ধরতে পারে।

news24bd.tv/এমি-জান্নাত     


আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে যেসব মোবাইলে

সতর্ক না হলে আইনি পদক্ষেপ নেব: শাবনূর

যেসব নির্দেশনা মানতে হবে এইচএসসি পরীক্ষার্থীদের