পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর-অভিযান নিয়ে নতুন দাবি উত্থাপন করেছে ভারত। দেশটির দাবি, এ অভিযানের সময় পাকিস্তানে চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়েছে তাদের বিমানবাহিনী। গতকাল বুধবার সরকার জানিয়েছে, অপারেশন সিঁদুর-এর সময় ভারতীয় বিমানসেনারা সফলভাবে পাকিস্তান সীমান্তজুড়ে স্থাপিত চীন-নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করতে সক্ষম হয়েছিল। গোটা অভিযানটি মাত্র ২৩ মিনিটে সম্পন্ন হয়, যা ভারতের প্রযুক্তিগত উৎকর্ষতা ও কৌশলগত দক্ষতার এক উদাহরণ বলে দাবি করেছে নয়াদিল্লি। সরকারের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জনের মৃত্যুর পর এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়। অভিযানে ভারতীয় কোনো সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি বলেও স্পষ্ট করে বলা হয়েছে। এছাড়া দেশীয় প্রযুক্তিতে নির্মিত ড্রোন,...
‘চীনকে ফাঁকি’, পাকিস্তানে চালানো হামলা নিয়ে নতুন দাবি ভারতের

ভারতে এবার গুঁড়িয়ে দেওয়া হলো ২৮০ মুসলিম স্থাপনা
অনলাইন ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশে অবৈধ ধর্মীয় স্থাপনা অপসারণে বড় ধরনের অভিযান চালিয়েছে রাজ্য প্রশাসন। মোট সাতটি সীমান্তবর্তী জেলায় পরিচালিত এই অভিযানে ২৮০টি ইসলামি ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের বিবৃতিতে বলা হয়, এসব স্থাপনা নির্মাণের জন্য কোনো ধরনের বৈধ অনুমোদন নেওয়া হয়নি। যেসব জেলায় অভিযান চালানো হয়েছে, সেগুলো হলোমহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, শ্রাবস্তী, বাহরাইচ, লাখিমপুর খেরি ও পিলভিটযেগুলো নেপাল সীমান্তের নিকটে অবস্থিত। ধ্বংস করা স্থাপনাগুলোর মধ্যে ছিল ২২৫টি মাদ্রাসা, ৩০টি মসজিদ, ২৫টি দরগাহ এবং ছয়টি ঈদগাহ মাঠ। অন্যদিকে, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে হত্যা করা হয়। এই হামলায় ব্যবহৃত হয় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে দায় স্বীকার করে বিবৃতি দেয়...
‘সেনারা অহংকার মাটিতে মিশিয়েছে, আর কী চাও’
অনলাইন ডেস্ক

পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে এবং ভারতকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাসরুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, আমাদের থেকে বড় শত্রু ভারতের অনেক বিলিয়ন ডলারের যুদ্ধসরঞ্জাম আছে বলে তারা গর্ব করত। কিন্তু আপনারা (সৈনিকরা) তাদের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছেন, তাদের বড়সড় ধাক্কা দিয়েছেন। বুধবার (১৪ মে) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এই তথ্য জানিয়েছে। পাক প্রধানমন্ত্রী বলেন, ভারত ভাবত যে পাকিস্তান প্রচলিত যুদ্ধ কৌশলে অনেক পিছিয়ে, কিন্তু আপনারা যেভাবে যুদ্ধ করেছেন, তা প্রমাণ করে দিয়েছে যে আমরা শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও সমানভাবে প্রস্তুত। আরও পড়ুন স্বামী মুফতি তালহার বিরুদ্ধে সাবেক মডেল হ্যাপীর মামলা, বললেন...
অবরুদ্ধ গাজায় আরও ২০ ফিলিস্তিনি নিহত
অনলাইন ডেস্ক

দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় কমপক্ষে আরও ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এ নিয়ে নিহতের সংখ্যা ৫২ হাজার ৯৩০ জনে পৌঁছেছে। বুধবার (১৪ মে) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আনাদোলু বলছে, গাজা উপত্যকায় নতুন করে ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৯২৮ জনে পৌঁছেছে বলে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আরও ১২৫ জন আহত হয়েছেন। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৯ হাজার ৮৪৬ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর